Header Ads

করোনার জের, এবার নিজেকে গৃহবন্দি করলেন মহারাজ

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। অন্যান্য রাজ্য গুলির মত এই রাজ্যেও ঢুকে পড়েছে করোনা। স্কুল-কলেজ, অফিস, শপিংমল, সিনেমা হল বন্ধ করা হয়েছে। ক্রিকেট মহলেও করোনার আতংক ছড়িয়েছে যথেষ্ট। বেশ কিছু বলি-টলি অভিনেতা-অভিনেত্রীরাও নিজেরদের ঘরবন্দী করেছে করোনার জেরে। দিলীপ কুমার ও বিগ বি-এর মত বর্ষীয়ান অভিনেতারা আইসোলেশান-এ আছেন। এবার ঘরবন্দী হলেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি নিজেই এই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, চারপাশে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়েছে।
 বিকেল ৫ টায় বসে আছি লাউঞ্জে। শেষ কবে এখানে বসেছিলাম মনে নেই। সংক্রমণের আতংকে মুম্বাই বোর্ডের হেডকোয়াটার বন্ধ আছে। ১৫ এপ্রিলের আগে কোন কাজ করা জাবেনা বলে জানিয়ে দিয়েছে সরকার। এই কারণে বেহালার বাড়িতেই আছেন সৌরভ গাঙ্গুলি। WHO ইতিমধ্যেই করোনাকে মহামারী বলে ঘোষনা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলের এবং নিজেকে করোনা থেকে রক্ষা করতে তারকারা হোম আইসোলেশানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সতর্ক থাকা খুব জরুরি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.