Header Ads

এবার সস্ত্রীক যুবরাজ ওয়েব সিরিজে

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট ছেড়ে অভিনয় জগতে পা রেখেছেন আগেই। হট স্টারের ওয়েব সিরিজে কাজও করে ফেলেছেন যুবরাজ। এবার নিজের বউ এর সাথে একটি ওয়েব সিরিজ করবেন প্রাক্তন ভারতীও ক্রিকেটার যুবরাজ সিং। তবে এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন যুবরাজের ভাই জ়োরাভার।
মঙ্গলবার গুয়াহাটিতে প্রযোজক সংস্থার তরফে এ কথা জানিয়েছেন নীতা শর্মা। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ''যুবরাজ এবং তার ভাই জ়োরাভারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। অপরদিকে যুবরাজের মা শবনম সিংও এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে যুবরাজের মা জানান, 'এবার গোটা পৃথিবী একসঙ্গে যুবরাজ সিং ও জোরাবর সিংকে দেখবে। ওয়েব সিরিজের মূল চরিত্রে অবশ্য আমার ছোট ছেলে জোরাবরকেই দেখা যাবে। মা হিসেবে আমি আমার দুই ছেলে ও বৌমার (হ্যাজেল) জন্য গর্বিত।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.