Header Ads

রাজনৈতিক প্রতিহিংসাতেই মৃত্যু তাপসের: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: মাত্র ৬১ বছর বয়সে গতকাল ঘুমের দেশে পাড়ি দিয়েছেন বিখ্যাত অভিনেতা তাপস পাল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই শিল্পী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই শোক প্রকাশ করেছেন।


অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পালের অকালমৃত্যুতে সিবিআই-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসদনে প্রয়াত অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসদন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "কেন্দ্রের একটা এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে এই মৃত্যু। মানসিকভাবে নিজে এমন বিপর্যস্ত হয়ে পড়েছিল, নিজে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। মৃত্যুর আগে হয়তো জানতেও পারল না যে তাঁর ঠিক অপরাধটা কোথায় ছিল!
একটা চ্যানেলের ডিরেক্টর হিসেবে কাজে যোগ দিয়ে ছিলেন। তার বিনিময়ে মাইনে পেতেন। সেইজন্য তাঁকে ১ বছর ১ মাস জেলে কাটাতে হয়েছে। দিনের পর দিন লাঞ্ছনা, গঞ্জনার শিকার হতে হল। বিজেপির চাপে দুর্বিষহ, দুর্দশাগ্রস্ত, আহত, ক্ষতবিক্ষত হয়ে যায় তাপস।" শুধু তাপস পাল নয়, এদিন তাপস পালের শেষ শ্রদ্ধা জানাতে এসে সুলতান আহমেদ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অকালমৃত্যুর জন্যেও সিবিআইকে দায়ী করেন তৃণমূল নেত্রী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.