Header Ads

সফরের আগেই ভারত নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন পাঁচেকের মধ্যেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এ মাসের ২৪ ও ২৫ তারিখে তিনি ভারতে অবস্থান করবেন বলে আগেই জানিয়ে ছিল হোয়াইট হাউস। তাঁর ভারত সফরের আগেই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি বলেন ভারতের সঙ্গে এখনই কোন বানিজ্য চুক্তি হচ্ছে না। বানিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ভালো ব্যবহার করেনি ভারত।
এখনই কোন চুক্তি না হলেও আগামী দিনে বানিজ্য নিয়ে ভারতের জন্য বড়সড় একটি চুক্তি সামনে আনবে আমেরিকা। ভারত সফরের আগে তাঁর এহেন মন্তব্যে চাপ বেড়েছে ভারতের। ট্রাম্পের গলায় অসন্তোষের সুর শোনা গেলেও ভারতে আসার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। ভারতে আসার কারণ হিসাবে মোদীর আমন্ত্রণকেই গুরুত্ব দিয়েছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন "মোদী আমার খুব পছন্দের। আমি ভারতে যেতে উৎসাহী। বিশ্বের সব চেয়ে বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে। সেটার উদ্বোধনে আসব আমি।” তবে সে যাই হোক ভারত সফরের আগে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে কিছুটা হলেও তাল কাটল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.