Header Ads

তাপস পালের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিলেন বাবুল-সায়ন্তন

নজরবন্দি ব্যুরোঃ তাপস পালের মৃত্যুর দিন থেকেই তাঁর মারা যাওয়ার কারণ নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে তর্জা শুরু হয়েছিল। আর আজ তাঁর শেষ যাত্রার দিনে সেই তর্জা চরমে উঠল। আজ বুধবার রবীন্দ্রসদনে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘‘কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা মূলক রাজনীতির শিকার হয়েই অকালে চলে যেতে হল তাপসকে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই আগুনে ঘিতাহুতির কাজ করেছে গেরুয়া শিবিরে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল বলেন “কেন্দ্রীয় সরকারকে দোষ দিয়ে কি লাভ? তাপস দা তাঁর দলের অন্দরেই অবহেলিত ছিলেন। গত দুতিন বছর তাপস দার পাসে কেউ ছিলেন না। ওঁর পরিবারকেই জিজ্ঞেস করুন সব জানতে পারবেন। যেই তৃণমূলে যায়, তার জীবনই শেষ হয়ে যায়। মরে যাওয়ার পর কেন রাজনীতি করছেন দিদি?” তিনি আরও বলেন “ভুবনেশ্বরে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে যান তখন পাসের ঘরেই ছিলেন তাপস দা। কই তখনতো দিদির তাপস দার কথা মনে পড়ে নি! তাপস দার সেগুলো কি খারাপ লাগেনি? নিশ্চয়ই লেগেছে।”
অপরদিকে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন “মৃত্যুর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসের মৃত্যু নিঃসন্দেহে বেহনাদায়ক। তাপস পালের থেকেও বেশি দিন জেলে রয়েছেন অনেকেই। ওরা রাজ্যের মানুষের টাকা খেয়েছে। কত লোক আত্মহত্যা করেছে। আর এখন মুখ্যমন্ত্রী তাঁদের কথা ভুলে গিয়ে তাপস পালের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন।”

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.