Header Ads

চোখের জল আর গান স্যালুটে চির বিদায় প্রিয় সাহেবের

নজরবন্দি ব্যুরোঃ কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল অভিনেতা তাপস পালের শেষকৃত্য। বুধবার দুপুর একটার পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হয় তাপস পালের মৃতদেহ। সেখানে প্রথমে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ,রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চ্যাটার্জি,মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সোহম চক্রবর্তী। এছারাও ছিলেন টালিগঞ্জের অন্য শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। বাঙালির প্রিয় অভিনেতাকে হারিয়ে একেবারে শোকস্তব্ধ টলিপাড়া।
আজ বুধবার সকালে রবীন্দ্রসদনে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে কান্নায় ভেঙে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো একবার চোখের দেখা দেখার জন্য, রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানে ছিল প্রচুর লোক।রবীন্দ্র সদনে দলের প্রাক্তন সাংসদ তথা অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.