Header Ads

ট্র্যাডিশন অব্যাহত, আজও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস !

নজরবন্দি ব্যুরোঃ 
গতকাল মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ফাঁসের  পর আজ দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাষার পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। আজ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ঘুরতে থাকে। কিন্তু এই প্রশ্নপত্রই কি আজকের পরীক্ষার প্রশ্নপত্র? সেটা এখনও জানা যায় নি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলা মুস্কিল। গত বছরের মত যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, তার জন্য সবরকম সতর্কতা অবলম্বন করেছিল পর্ষদ। তবুও গত বছরের ট্র্যাডিশন মেনে এবছরও মাধ্যমিকের প্রথম দু দিনের প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ উঠল।
এই ঘটনায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাহলেই কি সর্ষের মধ্যেই কি ভুত! গতবছর যারা এই প্রশ্নপত্র ফাঁস করার পিছনে জড়িত ছিলেন তাদের উপর প্রশাসন কি কোন ব্যবস্থা নিয়েছিল? নাকি সময়ের সাথে সাথে সবটাই ফিকে হয়ে গিয়েছে? বিরোধীদের অভিযোগ কাট্মানির সরকার শিক্ষা ক্ষেত্রেও কাটমানিতেই কাজ করছেন, ফলে যেটা হওয়ার সেটা হবেই। পরপর দুদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যদি সত্যি হয় তাহলে পর্ষদের সভাপতি ও রাজ্যের শিক্ষামন্ত্রী এই ঘটনা নিয়ে রাজ্যের জনগণের কাছে কি জবাব দেবেন বা আদৌ দেবেন কিনা সে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা।



কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.