Header Ads

পিএফ-পেনশন নিয়ে অনিশ্চয়তা, অবসরের পরে হারাতে পারেন আপনার শেষ-সম্বল

নজরবন্দি ব্যুরো: এবার প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা নিয়ে চরম বিপদে পড়তে চলেছেন কর্মচারীরা। মধ্যবিত্তের পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা খাটান হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে।
ওই টাকা এবার এমন সংস্থায় খাটানো হয়েছে, যারা কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে। ফলে অবসর-কালীন পাওনা টাকা থেকে বঞ্চিত হতে পারেন প্রায় ১৪ লক্ষ চাকুরিজীবী। তাঁদের পেনশন তহবিল থেকে খোয়া যেতে পারে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা। এই আশঙ্কা থেকেই এ বার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে পিটিশন ফাইল করেছে এক সংস্থা।

জানা গিয়েছে, মধ্যবিত্ত চাকুরিজীবীর পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ধার হিসেবে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস নামে এক সংস্থাকে। মুম্বইয়ের এই আর্থিক সংস্থার মূল এবং সহযোগী সংস্থাগুলি বর্তমান বাজারে মোট দেনার পরিমাণ এখন দাঁড়িয়েছে ৯১ হাজার কোটি টাকা।
আর এই সংস্থাতেই বেশ কিছু সরকারি ও বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ড-পেনশনের টাকা বিনিয়োগ করা হয়েছে ঋণ, বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে। এখনও পর্যন্ত সঠিক হিসেব জানা না গেলেও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, টাকার অঙ্ক ১৫ থেকে ২০ হাজার কোটি দাঁড়াবে। এর ফলে ওই সব সংস্থার অবসর-কালীন পাওনা-গণ্ডা আদৌ মেটানো যাবে কি না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.