Header Ads

রাজ্যে নিয়োগ বিতর্কের মাঝেই কয়েক হাজার শূন্যপদে নিয়োগ

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে ২০২১টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবকের নিয়োগের ঘোষণা করা হল। মূলত গ্রামীণ ডাক সেবক ও শাখা পোস্টমাস্টারের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১টি শূন্য পদের মধ্যে ইউআর- ৮৮২, এসসি- ৪২৯, এসটি- ৯৪, ওবিসি- ৪০৮, ইডবলুএস-১৪৪ ও পিডবলুডি -৬৪ টি সিট রয়েছে।
আগ্রহীদের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে। যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রয়োজন যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অংক ও ইংরেজি বাধ্যতামূলক সহ মাধ্যমিক পরীক্ষা পাশের শংসাপত্র। এছাড়াও স্থানীয় ভাষায় কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে চাকরিপ্রার্থীদের। কোন স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কমপক্ষে তিন মাসের বেসিক কোর্স শেখার শংসাপত্র। প্রার্থীদেরকে সাইকেল চালানো জানতে হবে।
১৮.০২.২০২০ হিসাবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। চাকরির ফর্ম ফিলাপ ফি লাগবে ১০০ টাকা। চাকরি প্রার্থীরা অনলাইনে টাকা জমাদিতে পারেন। ফি পোস্ট অফিসেও জমা দেওয়া যাবে। তবে এসসি, এসটি, প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না। চলতি মাসের ১৮ তারিখ থেকে সামনের মাসের ১৮ তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিলাপ। তবে প্রার্থীদের বাছাই করা হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই। এই শূন্যপদে নিয়োগ হলে বেতন থাকবে ১২,০০০টাকা থেকে ১৪,০০০ টাকা। সর্ব নিম্ন বেতন হবে ১০০০০টাকা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.