Header Ads

এবার অঙ্গনওয়ারি কর্মীরাও পাবেন পেনশন!

নজরবন্দি ব্যুরো: এবার বড় উদ্যোগ নিল সরকার। এবার অঙ্গনওয়ারি কর্মীরাও পেনশনের আওতায় আসতে চলেছে। তাঁদের পেনশনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।
মূলত এই প্রকল্পটি অসংগঠিত কর্মীদের পেনশন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল, তবে এখন সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের সাহায্যকারীদেরও এর আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু করেছে।

সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, অসংগঠিত খাতে শ্রমিকদের পেনশন দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করা হবে, যা মূলত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য। এর সঙ্গে অঙ্গনওয়ারি কর্মী ও সহকারীদেরও যুক্ত করার চেষ্টা করছে সরকার।
বিষয়টি ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে পাঠানো হয়েছ অনুমদনের জন্য।
ইতিমধ্যে অঙ্গনওয়াডরি কর্মী ও সহায়কদের জন্য দুই ধরণের বীমা চালু করা হয়েছে। একটি জীবন বীমা এবং অন্যটি দুর্ঘটনা বীমা। পুরো প্রিমিয়ামটি কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.