Header Ads

সেবি’র আশঙ্কা, বৃদ্ধির হার কমতে পারে মিউচুয়াল ফান্ডে ।

নজরবন্দি ব্যুরোঃ মিউচুয়াল ফান্ডে কমতে চলেছে বৃদ্ধির হার। চলছে বিশ্ব আর্থিক মন্দা। আর তার জেরেই বেশ কিছুটা নরবরে অবস্থা শেয়ার বাজারে। কমছে সুদের হার। মিউচুয়াল ফান্ডে টাকা রেখে আর নিশ্চিন্তে থাকা হবে না মধ্যবিত্ত মানুষদের। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন বিশ্ব মন্দার কারণে এবার মিউচুয়াল ফান্ডে প্রভাব পরবে।
সেবি’র সদস্য জি মহালিঙ্গম জানিয়েছেন, আমেরিকা ও চিনের মধ্যে সংঘাতের প্রভাব এবার মিউচুয়াল ফান্ডের উপর পড়বে, সেবি’র সদস্য জি মহালিঙ্গম এমনটাই জানিয়েছেন কলকাতায় আইসিসি আয়োজিত অনুষ্ঠানে থেকে। আমেরিকা ও চিনের বাণিজ্য যুদ্ধের আওতায় পরেছে গোটা বিশ্ব। মিউচুয়াল ফান্ডকে ভারতীয় অর্থনীতির একটা বড় ভীত বলা হয়।
এবার সেই ভীত আশঙ্কায়। এর জেরে আমেরিকা নগদ যোগান কমাচ্ছে তার সাথেই মার্কিন সরকার প্রায় ৬৬ হাজার কোটি মার্কিন ডলার বাজার থেকে তুলে নিয়েছে । কিন্তু এর প্রভাব পড়েছে গোটা বশ্বের মিউচুয়াল ফান্ডের উপরে। ঝুঁকি আটকাতে রিস্ক বাজারে আসতে চলেছে ম্যানেজমেন্ট গাইডলাইন । আজকের সময়ে মিউচুয়াল ফান্ড ব্যবসার বৃদ্ধির হার বছরে ২০-২২শতাংশ কিন্তু এই হার বৃদ্ধির জন্য দরকার দক্ষ ব্যবস্থাপনার। কিন্তু তার পরেও এই সাফল্য দির্ঘস্থায়ি হবে না বলে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই হার অনেকাংশে কমার সম্ভাবনা আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.