চিকেনের নতুন স্ন্যাক্স চিকেন কুরকুরি, এক নজরে দেখে নিনি সহজ রেসিপি
নজরবন্দি ব্যুরো : রবিবার ছুটির দিন বাড়িতে থালেই খেতে ইচ্ছা করে কিছু নতুনত্ব। আর রবিবার চিকেন না হলে মন ও ভালোলাগে না।
তাই ছুটির দিনে সন্ধে বেলা চায়ের সাথে হয়ে যাক চিকেন কুরকুরি। আসুন জেনে কি ভাবে বানাবেন এই চিকেন কুরকুরি।
চিকেন কুরকুরি বানানোর উপকরণ: চিকেন ২৫০ গ্রাম কিমা করা চিকেন,সাদা তেল ৪ চামচ,আদা-রসুনের কুচি ২ চামচ,পেঁয়াজ কুচি ৫ চামচ,কাঁচা লঙ্কা কুচি ১ চামচ,ধনে পাতা দু চামচ,লাল লঙ্কা গুঁড়ো ১ চামচ,১৫০ গ্রাম ময়দা ,একটা ডিম,পাউরুটি গুঁড়ো আর নুন স্বাদ মত।
চিকেন কুরকুরি বানানোর সহজ পদ্ধতি :কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে প্রথমে আদা রসুন ও পেঁয়াজ ভেজে নিতে হবে এরপরে চিকেন কিমা ,কাঁচা লঙ্কা,ধনেপাতা ,লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে মিশ্রণটিকে তেল থেকে ছেকে তুলে নিতে হবে। এপর ডিম,ময়দা ,নুন ও জল দিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে ব্যাটার দিয়ে দিন ও ব্যাটারটা তুলে নিতে হবে। এরপর ব্যাটারটার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে ব্যাটারি ডুবিয়ে পাউরুটি গুঁড়ো মাখিয়ে মুচমুচ করে ভেজে নিনি
এরপর কেচাপ দিয়ে পরিবেশন করুন চিকেন কুরকুরি।
তাই ছুটির দিনে সন্ধে বেলা চায়ের সাথে হয়ে যাক চিকেন কুরকুরি। আসুন জেনে কি ভাবে বানাবেন এই চিকেন কুরকুরি।
চিকেন কুরকুরি বানানোর উপকরণ: চিকেন ২৫০ গ্রাম কিমা করা চিকেন,সাদা তেল ৪ চামচ,আদা-রসুনের কুচি ২ চামচ,পেঁয়াজ কুচি ৫ চামচ,কাঁচা লঙ্কা কুচি ১ চামচ,ধনে পাতা দু চামচ,লাল লঙ্কা গুঁড়ো ১ চামচ,১৫০ গ্রাম ময়দা ,একটা ডিম,পাউরুটি গুঁড়ো আর নুন স্বাদ মত।
চিকেন কুরকুরি বানানোর সহজ পদ্ধতি :কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে প্রথমে আদা রসুন ও পেঁয়াজ ভেজে নিতে হবে এরপরে চিকেন কিমা ,কাঁচা লঙ্কা,ধনেপাতা ,লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে মিশ্রণটিকে তেল থেকে ছেকে তুলে নিতে হবে। এপর ডিম,ময়দা ,নুন ও জল দিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে ব্যাটার দিয়ে দিন ও ব্যাটারটা তুলে নিতে হবে। এরপর ব্যাটারটার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে ব্যাটারি ডুবিয়ে পাউরুটি গুঁড়ো মাখিয়ে মুচমুচ করে ভেজে নিনি
এরপর কেচাপ দিয়ে পরিবেশন করুন চিকেন কুরকুরি।

No comments