পুর নির্বাচনের আগে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা কমার সম্ভাবনা। খাদ্যের ভর্তুকি খাতে কমবে খরচ। খাদ্য ভবনের কর্তাদের হিসেবে এর ফলে আর্থিক সাশ্রয় হবে সরকারের। কিন্তু ঠিক কি ভাবে কমতে পারে মোট ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা? সরকারি হিসাব অনুযায়ী, এই মুহুর্তে রাজ্যে ডিজিটাল রেশন কার্ড প্রাপ্ত গ্রাহকের সংখ্যা প্রায় ৯ কোটি ২০ লক্ষ।
তার পরেও নতুন করেব আরও ৩০ লক্ষ দ্রাহকের নামে পাঠানো হয়েছে রেশন কার্ড। কিন্তু এই মুহুর্তে ডিজিটাল রেশন কার্ড কমানোর কথা ভাবছেন আধিকারিকরা। আশঙ্কা করা হচ্ছে আধার-রেশন কার্ডের লিঙ্কের কারণেই কমবে ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা। কেন্দ্রের নির্দেশ আগামী ৩১ মার্চের মধ্যেই শেষ করতে হবে আধার ও বেশন কার্ডের সংযুক্তিকরণ।
তাছাড়া বাতিল হবে বৈধতা। ধারণা কড়া যাচ্ছে প্রায় ৭ কোটি ২৮ লক্ষ রেশন গ্রাহকের আধার সংযুক্ত কড়া হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সংযুক্তি করনের হার দিন দিন কমছে। তাঁর জেরে এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি ব্রশন-আধারের সংযুক্তিকরণের আসল সংখ্যাটা কত। এখন যারা নতুন কার্ডের জন্য আবেদন করছেন তাঁদের ৩ ও ৪ নং ফর্মে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক কড়া হয়েছে। আগে ইস্যু হওয়া রেশন কার্ডের আধার নং যুক্ত করার জন্য বেশ্ন ডিলারের সাহায্য নিতে হবে। এবং এই সংযুক্তকার্ডের সংখ্যা ৯ কোটি ছাড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু যে সমস্ত গ্রাহকদের আধার কার্ড নেই তাঁর এই সুবিধা পাবেন না এমন টাই আশঙ্কা করা হচ্ছে।
তার পরেও নতুন করেব আরও ৩০ লক্ষ দ্রাহকের নামে পাঠানো হয়েছে রেশন কার্ড। কিন্তু এই মুহুর্তে ডিজিটাল রেশন কার্ড কমানোর কথা ভাবছেন আধিকারিকরা। আশঙ্কা করা হচ্ছে আধার-রেশন কার্ডের লিঙ্কের কারণেই কমবে ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা। কেন্দ্রের নির্দেশ আগামী ৩১ মার্চের মধ্যেই শেষ করতে হবে আধার ও বেশন কার্ডের সংযুক্তিকরণ।

No comments