Header Ads

গুরুতর অভিযোগ, অর্থনৈতিক অবরোধ থেকে বাঁচতেই হাফিজ সইদ গ্রেফতার

নজরবন্দি ব্যুরো:আমেরিকার অর্থনৈতিক অবরোধ থেকে বাঁচতেই তড়িঘড়ি হাফিজ সইদকে কারাদণ্ডের সাজা দিয়েছে পাকিস্তান। এমনই মনে করে ইউরোপিয়ান ফাইন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ।
এই সংস্থার চিন্তাবিদদের দাবি ঠিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠকের আগেই এই পদক্ষেপ করেছে পাক শিবির। ফেব্রুয়ারির ১৬ থেকে ২১ তারিখ পর্যন্ত প্যারিসে বসবে এই বৈঠক।

গুরুতর অভিযোগ ছিল। এবার সেই সব অভিযোগের দায়ে রড় রকমের শাস্তি পেলেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। সন্ত্রাসে টাকা জোগান দেওয়ার ২টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ওই মামলায় তাকে পাঁচ বছর ৬ মাস কারাদণ্ডের আদেশ দিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। গত ৬ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রাখে আদালত।
কারাদণ্ডের সঙ্গে ১৫,০০০ টাকা জারিমানও করেছে আদালত।
পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের ১১ এফ ধারায় তাকে সাজা দিয়েছে আদালত। বুধবার ওই সাজা ঘোষণা করেন বিচারপতি। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতকে। ওই ঘটনায় মৃত্যু হয় ১৬৬ জনের। এরপর মুম্বই হামলার প্রধান কারিগর ও  লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদেকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
ভারত এনিয়ে পাকিস্তানকে বহু তথ্যপ্রমাণ দিলেও এতদিন কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার। এর মধ্যে একবার সইদকে গৃহবন্দি করেছিল পাক প্রশাসন। এবার বড়া ব্যবস্থা নিল পাকিস্তান। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.