প্রকল্প রূপায়ণে হাত লাগাবে তৃণমূল, জনপ্রতিনিধিদের ভূমিকা খর্ব করার ভাবনা!
নজরবন্দি ব্যুরো: সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পুরোপুরি পান কিনা তা নিয়ে বিতর্ক আছে। এবার এই সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল। সরকারি প্রকল্পগুলির উপরে এ বার থেকে সরাসরি নজর রাখবেন শাসক দলের শীর্ষ-নেতারা।
কাটমানি আর তোলাবাজির বহু অভিযোগ আছে। আর সেই কারণে সরকারি প্রকল্পের উদ্দেশ্য ধাক্কা খাচ্ছে। তাই বিধানসভা নির্বাচনের এক বছর আগে সরকারি সব প্রকল্পকে এই ধরনের দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিল শাসক তৃণমূল কংগ্রেস। সে ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি আমলা বা আধিকারিকরা তো বটেই, দলের জনপ্রতিনিধিরাও এই নজরদারির আওতায় থাকবেন। এমনকি প্রকল্প রূপায়ণে জনপ্রতিনিধিদের ভূমিকা খর্ব করার কথাও ভাবা হচ্ছে।
সেই ইঙ্গিত দিয়েই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্য সরকার রাজ্যের মানুষের জন্য একের পর এক প্রকল্প তৈরি করছে। ১০০ ভাগ কার্যকর করার দায়িত্ব আমাদের সকলের। তাই তার সরকার আর প্রাপকের মাঝখানে কেউ থাকবে না।"
সামনেই এবারের পুরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাও প্রকল্প রূপায়ণ নিয়ে তথ্য সংগ্রহ করেছে। তাদের পরামর্শ, আগামী ভোটে এনআরসি, এনপিআর তৃণমূলকে কিছুটা ভোট লড়াইয়ে এগিয়ে রাখবে। আর সরকারের উন্নয়ন প্রকল্পের সাফল্য তৃণমূলের জয় নিশ্চিত করবে।
কাটমানি আর তোলাবাজির বহু অভিযোগ আছে। আর সেই কারণে সরকারি প্রকল্পের উদ্দেশ্য ধাক্কা খাচ্ছে। তাই বিধানসভা নির্বাচনের এক বছর আগে সরকারি সব প্রকল্পকে এই ধরনের দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিল শাসক তৃণমূল কংগ্রেস। সে ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি আমলা বা আধিকারিকরা তো বটেই, দলের জনপ্রতিনিধিরাও এই নজরদারির আওতায় থাকবেন। এমনকি প্রকল্প রূপায়ণে জনপ্রতিনিধিদের ভূমিকা খর্ব করার কথাও ভাবা হচ্ছে।
সামনেই এবারের পুরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাও প্রকল্প রূপায়ণ নিয়ে তথ্য সংগ্রহ করেছে। তাদের পরামর্শ, আগামী ভোটে এনআরসি, এনপিআর তৃণমূলকে কিছুটা ভোট লড়াইয়ে এগিয়ে রাখবে। আর সরকারের উন্নয়ন প্রকল্পের সাফল্য তৃণমূলের জয় নিশ্চিত করবে।

No comments