Header Ads

মমতার পথেই বিজেপি! 'দিদি কে বলো'র পাল্টা 'বিজেপিকে বলো'!

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাটতে চলেছে রাজ্য বিজেপি। গত লোকসভা নির্বাচনে সারা দেশে ওঠা বিজেপি ঝড় বয়ে গিয়েছিল রাজ্যের ওপর দিয়েও। মাত্র ২ আসনে জেতা বিজেপি একলাফে পায় ১৮টি আসন; ১৪৭টি বিধানসভা আসনে এগিয়ে দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃনমুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে বিজেপি।
সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় স্মরন নেন প্রশান্ত কিশোরের; প্রশান্তের সংস্থা রাজ্যে শুরু করে দিদিকে বলো কর্মসূচি। একটা তোল ফ্রি নাম্বার যেখানে যেকেউ নিজের অভাব অভিযগের কথা জানাতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে। ফল মেলে হাতে নাতে; লোকসভা পরবর্তী ৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তিনটিতেই জয় লাভ করে তৃণমূল।
কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ইতিমধ্যে শেষ হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন, সেখানে কার্যত নাস্তানাবুদ হয়েছে বিজেপি। লোকসভায় দিল্লির সব আসনে জিতে ৭০ আসনের বিধানসভায় ৬৫ আসনে এগিয়ে থেকেও সরাসরি বিধানসভা নির্বাচনে প্রাপ্তি মাত্র ৮টি আসন। এই ব্যাপারটা বেশ ভাবাচ্ছে রাজ্য বিজেপি কেও।
রাজ্যের ১৮টি লোকসভা আসন জিতে ১৪৭ আসনে এগিয়ে থেকে যারা ভেবে নিয়েছিলেন সরকার গড়েই ফেলছেন ২০২১ সালে তারাও এখন চিন্তিত বিজেপি আদেও ৫০টা আসন পাবে কিনা তা নিয়ে।
কারন লোকসভায় ব্র্যান্ড মোদী থাকলেও রাজ্য নির্বাচনে ব্র্যান্ড মমতার পাল্টা কোন মুখ রাজ্য বিজেপি-র নেই। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই দিদিকে বলোর মত বিজেপি কে বলো শুরু করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, মুকুল রায়ের হাতে থাকছে এই কর্মসুচীর দায়িত্ব। ৫৭ জনের কমিটি এই কাজ করার জন্যে তৈরি করা হয়েছে। বিজেপি কে বলো শুরু হতে পারে মার্চ মাস থেকেই।   

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.