Header Ads

মালাইকা-অর্জুনের সম্পর্কের জের ,ভাঙল সলমাল বনির দীর্ঘ দিনের বন্ধুত্ব

নজরবন্দি ব্যুরো :বলিপাড়ার বেশ চাঞ্চল্যকর জুটি মালাইকা-অর্জুন। কিন্তু এই জুটির জন্য অর্জুন কাপুরের বাবা বনি কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের ভাই সলমান খানেই সাথে কি রকম সম্পর্ক বনি কাপুরের।বর্তমান সময়ে দাঁড়িয়ে সালমান ও বনি কাপুরের সম্পর্ক ঠিক কি রকম তা নিয়ে মুখ খুললেন খোদ বনি কাপুর। একটি সাক্ষাৎকারে বনি কাপুরে বলেন ,বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার আর সলমান খানের বর্তমান সম্পর্ক মধুর নয়।

 কিন্তু অর্জুনের কেরিয়ার গড়াতে সলমানের অবদান অসীম। আমি নিজে আমার ছেলে অর্জুন কে কোন ছবিতে লঞ্চ করিনি। আসলে অর্জুনের ইচ্ছা ছিল চিত্র পরিচালক হওয়ার। কিন্তু সলমানই বলেন অর্জুনের যা কোয়ালিটি তাতে অৰ্জুনের অভিনেতা হয় উচিত। এরপর বেশ অনেক দিন সালমানই অর্জুন কে গ্রুম করেন। অর্জুনের আগে সম্পর্ক ছিল সলমানের বোন অর্পিতার সাথে। অর্পিতা ও অর্জুনের ব্রেক আপ এর অর্পিতার বৌদি মালাইকার সাথে সম্পর্কে জড়ান অর্জুন। সম্পর্কে জড়ানোর পর মালাইকা ডিভোর্স দেন আরবাজ কে। তবে এইসব বিষয়ে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছেননা অর্জুন-মালাইকা। অন্যান্য সেলিব্রিটি জুটিদের মত তারাও ভ্যালেন্টাইন্স ডে তে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করেন। তাঁরা বর্তমানে তাঁদের নিজেদের প্রেমে মগ্ন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.