কেজরিওয়ালের মাস্টারস্ট্রোকে কেন্দ্রবন্দী নরেন্দ্র মোদী!
নজরবন্দি ব্যুরোঃ কেজরিওয়ালের মাস্টারস্ট্রোকে কেন্দ্রবন্দী নরেন্দ্র মোদী! না অবাক হওার কিছু নেই। রবিবার এমন ঘটনাই ঘটল। দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে কেজরিওয়ালের আমআদমিপার্টি সারা দেশের মিডিয়া এবং রাজনৈতিক ব্যাক্তিত্বরা আন্দাজ করেছিলেন কেজরিওয়ালের শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে উঠবে বিরোধীদের ঐক্যমঞ্চ কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজেপি বিরোধী কোন দল কেই আমন্ত্রন জানাননি কেজরিওয়াল।
বরং যে বিজেপি-কে নাস্তানাবুদ করে তিনি তৃতীয়বারের জন্যে দিল্লীর মসনদে সেই বিজেপি-র কাণ্ডারি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানীয় অতিথি হিসেবে নিজের শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রন জানান তিনি।
প্রতাশিত ভাবেই আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি নিজের লোকসভা কেন্দ্র বারানসি তে সারাদিন একাধিক অনুষ্ঠানে ব্যাস্ত থাকেন তিনি। একদিকে যখন কেজরিওয়াল শপথ নিচ্ছেন ঠিক সেই সময় মোদী জঙ্গমওয়াদি মঠে জগতগুরু বিশ্বচার্য শঙ্করের মন্দিরে প্রার্থনা করে কর্মসূচি শুরু করছেন!
যদিও শপথ নিয়ে নরেন্দ্র মোদী কে বার্তা দিতে ভলেন নি কেজরি। তিনি বলেন,প্রধানমন্ত্রী হয়তো কাজে ব্যস্ত আসতে পারেননি। কিন্তু আমি তাঁর আশীর্বাদ চাই। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে থেকেই দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বরং যে বিজেপি-কে নাস্তানাবুদ করে তিনি তৃতীয়বারের জন্যে দিল্লীর মসনদে সেই বিজেপি-র কাণ্ডারি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানীয় অতিথি হিসেবে নিজের শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রন জানান তিনি।
প্রতাশিত ভাবেই আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি নিজের লোকসভা কেন্দ্র বারানসি তে সারাদিন একাধিক অনুষ্ঠানে ব্যাস্ত থাকেন তিনি। একদিকে যখন কেজরিওয়াল শপথ নিচ্ছেন ঠিক সেই সময় মোদী জঙ্গমওয়াদি মঠে জগতগুরু বিশ্বচার্য শঙ্করের মন্দিরে প্রার্থনা করে কর্মসূচি শুরু করছেন!

No comments