মন্ত্রীর প্রণাম সারলেন এক উর্দি পরা পুলিশ, বিতর্ক রাজনৈতিক মহলে
নজরবন্দি ব্যুরো:কর্তব্যরত এক পুলিশ-কর্মী মঞ্চেই প্রণাম করলেন রাজ্যের এক মন্ত্রীকে। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রবিবার বীরভূমের রামপুরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। সেখানেই ছিলেন, রামপুরহাট থানার পুলিশ আধিকারিক সহ রাজ্যের শাসক দোলের কর্মীরা।
মঞ্চেই বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হচ্ছিল পুলিশ-কর্মীদের। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী আশীষবাবু পুলিশ আধিকারিকদের সম্মান জানাচ্ছিলেন। সেই সময়ই পুলিশের উর্দি পরে এক আধিকারিক মন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে বসেন। এই ঘটনার পর অস্বস্তিতে পড়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন, 'একজন ব্যক্তিকে সম্মান জানানো যেতেই পারে, তাবলে পুলিশের পোশাক পরেই কেন প্রণাম করতে হবে? এর থেকে আবার প্রমাণিত হল রাজ্যের পুলিশ-প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।'
রবিবার বীরভূমের রামপুরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। সেখানেই ছিলেন, রামপুরহাট থানার পুলিশ আধিকারিক সহ রাজ্যের শাসক দোলের কর্মীরা।

No comments