Header Ads

গরীব, অশিক্ষিত গুলো বিদেশের টাকায় বিরিয়ানি খেয়ে বিক্ষোভ দেখাচ্ছে! দিলীপ

নজরবন্দি ব্যুরোঃ দিন দিন মাত্রা ছাড়াচ্ছেন দিলীপ ঘোষ! গতকাল কলকাতার এক বিজেপি কর্মীসভায়  সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী দের বিক্ষোভ নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। শনিবাদ দিলীপ ঘোষ বলেন, গরিব অশিক্ষিতরা রাস্তায় বলে বিক্ষোভ দেখাচ্ছে এদের প্রতিদিন বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিদেশি টাকায়! দিলীপ ঘোষের এই বেলাগাম মন্তব্য মোটেই ভাল চোখে দেখছে না রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিলীপ সমালোচিত হয়েছেন বিভিন্ন মহলে।
দিলীপের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মহম্মদ সেলিম, তিনি বলেন "ন্যুনতম বোধ যার আছে সেও এমন মন্তব্য করতে পারে না, আসলে  সিএএ-এনআরসি-এনপিআর ের বিরুদ্ধে যেভাবে মানুষ বিদ্রোহ ঘষনা করেছেন তাতে ভয় পাচ্ছেন দিলীপ ঘোষের মত মানুষ রা।
দিলিপ ঘোষের এহেন মন্তব্যের তিব্র প্রতিবাদ করেছে বাম নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.