Header Ads

ক্রমশ দূরত্ব বাড়ছে বিজেপির সাথে, মমতার প্রিয় কানন ফের ঘাস-ফুলে?

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পুরোভোটে। প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্য বিজেপি। কিন্তু এই প্রস্তুতির মাঝে হদিশ নেই শোভন চট্টোপাধ্যায়ের। তাহলে কি শোভন থাকছেন না বিজেপিতে? শনিবার কলকাতায় পুরভোটের প্রস্তুতি নিয়ে বিজেপি’র সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নিয়ে ছিল গোপন বৈঠক।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির দুই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন। তাছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মুকুল রায়,সুব্রত চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি। কিন্তু এই জরুরি বৈঠকে দেখা যায়নি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার পড়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একবার বলতে শোনা গেছিল বিজেপি রাজনিতি করা সম্ভব না । তার পরেও বিজেপিতে থাকার ইঙ্গিত দিয়েছিলেন শোভন বান্ধবী। তাতে স্পষ্ট ছিল তাঁরা বিজেপির সাথেই আছেন।
 কিন্তু শনিবারের জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর তাতেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শোভন তাহলে কার সাথে ঘাস-ফুলে না কি পদ্ম ফুলে? অন্যদিকে তাঁর গেরুয়া শিবির ছারার কোন খবরও নেই। শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার সাথে বিজেপি সহ অনেকেই মনে করেছিলেন তৃণমূল-ত্যাগী এই হেভিওয়েট নেতাকে সামনে রেখে এবং তাঁর পরামর্শ নিয়েই পুরভোটে যাবে বঙ্গ-বিজেপি৷
কিন্তু এখনও পর্যন্ত বিজেপির কোন সভামঞ্চে দেখা যায়নি শোভন বৈশাখীকে। শনিবারের জরুরী বৈঠকে আলোচনার বিষয় ছিল পুরোভোটের প্রার্থী বাছাই। দলের প্রার্থী করার ক্ষেত্রে নতুন-পুরনো ভেদাভেদ রাখা হবে না। একমাত্র যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে আসন্ন নির্বাচনে। প্রার্থী বাঁচাইয়ের ক্ষেত্রে নজর রাখা হবে এলাকার তাঁর চারিত্রিক বৈশিষ্টের উপরে। রাজনৈতিক মহলের ধারণা তথাকথিত প্রধান সেনাপতি হিসাবে যাকে দেখা হচ্ছিল তাঁকে কি দল থেকে ঝেড়েই ফেললো বিজেপি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.