Header Ads

যারা অন্য দলকে ভোট দিয়েছেন আমি তাঁদেরও মুখ্যমন্ত্রী! শপথ নিলেন কেজরি

নজরবন্দি ব্যুরোঃ তিনি আলাদা; সবার থেকে আলাদা। পাকিস্থান, ধর্ম, দেশপ্রেমের জিগির সব কিছুকে উপেক্ষা করে দিল্লিবাসী ভোট দিয়েছে শুধুমাত্র উন্নয়নের পক্ষে! ৭ আসনের দিল্লী লোকসভায় ৬৫ বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকা বিজেপি ১৮% ভোট খুইয়ে নেমে এসেছে মাত্র ৮টি আসনে। কারন উন্নয়নের পক্ষে ভোট পড়েছে দিল্লির উন্নয়নের রূপকার কেজরিওয়াল।
একেরপর এক জনমুখি সিদ্ধান্ত তাকে আলাদা করেছে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের থেকে। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানেও তিনি দিলেন চমক। শপথ নিতে গিয়ে তিনি দিল্লিবাসীকে বার্তা দিলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী। বিজেপি, কংগ্রেস বা অন্যদল যে যাকেই ভোট দিয়ে থাকুন না কেন তার ওপর সবার অধিকার তিনি সবার সেবক।  
দিল্লিবাসীকে এই জয় উৎসর্গ করে এদিন তিনি বলেন, "নির্বাচন শেষ। কোনও ব্যাপার নয়, আপনি কাদের ভোট দিয়েছেন। আপনি আমার পরিবারের সদস্য।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.