Header Ads

প্রতিশ্রুতি দিয়েও রাখলেন না অমিত শাহ! শাহিনবাগের মিছিল আটকে দিল পুলিশ।

নজরবন্দি ব্যুরোঃ দেখা করে আলোচনার প্রতিশ্রুতি দিয়েও রাখলেন না অমিত শাহ! শাহিনবাগের আন্দোলনকারীদের মিছিল আটকে দিল পুলিশ।সিএএ-এনআরসি নিয়ে যে কেউ যদি তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান, তা হলে তিন দিনের মধ্যে তা করতে হবে এবং আলোচনার জন্যে তৈরি তিনি বলে জানিয়েছিলেন অমিত শাহ।
কিন্তু এদিন শাহিনবাগের আন্দোলনকারীরা শাহের সাথে দেখা করতে কোন প্রতিনিধিদল না পাঠিয়ে সবাই দেখা করতে যাত্রা করেন অমিত শাহের বাড়ির উদ্দেশ্যে। মিছিল দেখে পুলিশ মিছিলের অনুমতিপত্র দেখতে চায়।
আন্দোলনকারীরা জানায় তাদের কাছে কোন অনুমতিপত্র নেই তারা অমিশ শাহের আহ্বান্ব সাড়া দিয়ে দেখা করতে যাচ্ছেন সিএএ-এনআরসি নিয়ে আলচনা করার জন্যে। কিন্তু পুলিশ সেই কথায় কর্নপাত করেনি। আটকে যায় শাহিন বাগের আন্দোলনকারীদের মিছিল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.