ফিল্মফেয়ার ২০২০ বিজয়ী তালিকা
নজরবন্দি ব্যুরো :এইবার ৬৫ তম ফিল্মফেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হল গৌহাটিতে। গৌহাটিতে উপস্থিত হয়েছিলেন সেলেবরা। এবং যারা পুরস্কার পেলেন ,সেরা জনপ্রিয় ছবি পেলেন গলি বয় ,সেরা পরিচাল জোয়া আখতার গলি বয় ছবির জন্য ,সমালোচকদের বিচারে সেরা ছবি আর্টিকল ফিফটিন।সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং গলি বই ছবির জন্য। মাধুরী দীক্ষিত নেনের হাত হাত থেকে জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেলেন রণবীর। একই সাথে মাধুরী দীক্ষিতএর হাত থেকে পুরস্কার নেওয়া ছবি ইনস্টা তে আপলোড করে রণবীর লেখেন, জীবনে এতো খুশি আগে কখনো পাইনি।
পার্টি শেষে স্বামীর সাফল্য উদযাপন করলেন দীপিকা ‘আপনা টাইম আয়েগা’ গান গেয়ে। এছাড়া সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আয়ুষ্মান খুরানা ছবি আর্টিকল ফিফটিন এর জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট ছবি গলি বয় এর জন্য। ক্রিটিক চয়েস এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তাপসী পান্নু,ভূমি পেদনেকর ছবি ষাণ্ড কি আঁখ এর বিরুদ্ধে। সেরা মিউজিক অ্যালবাম এর জন্য পুরস্কার পেল কবীর সিং ও গলি বয়। সেরা পার্শ্বগায়ক নির্বাচিত হন অরিজিৎ সিং কলঙ্ক ছবির জন্য। সেরা পার্শ্বগায়িকা নির্বাচিত হন শিল্পা রাও ছবি ওয়ার। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল রমেশ সিপ্পি কে। সিনেমার উৎকর্ষের পুরস্কার পেলেন গোবিন্দা। এইবার ফিল্মফেয়ারে গলি বয় এর জয়জয়কার। গলি বই ১৩ টি অ্যাওয়ার্ড পেয়েছেন।
পার্টি শেষে স্বামীর সাফল্য উদযাপন করলেন দীপিকা ‘আপনা টাইম আয়েগা’ গান গেয়ে। এছাড়া সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আয়ুষ্মান খুরানা ছবি আর্টিকল ফিফটিন এর জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট ছবি গলি বয় এর জন্য। ক্রিটিক চয়েস এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তাপসী পান্নু,ভূমি পেদনেকর ছবি ষাণ্ড কি আঁখ এর বিরুদ্ধে। সেরা মিউজিক অ্যালবাম এর জন্য পুরস্কার পেল কবীর সিং ও গলি বয়। সেরা পার্শ্বগায়ক নির্বাচিত হন অরিজিৎ সিং কলঙ্ক ছবির জন্য। সেরা পার্শ্বগায়িকা নির্বাচিত হন শিল্পা রাও ছবি ওয়ার। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল রমেশ সিপ্পি কে। সিনেমার উৎকর্ষের পুরস্কার পেলেন গোবিন্দা। এইবার ফিল্মফেয়ারে গলি বয় এর জয়জয়কার। গলি বই ১৩ টি অ্যাওয়ার্ড পেয়েছেন।

No comments