আপারের মতন নবম-দশম শ্রেণীর পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ, আটকে যাবে নিয়োগ?
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। পরীক্ষাতে অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। এই নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। উচ্চ প্রাথমিকের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এখনও মামলা চলছে আদালতে। আর এবার ফের এক বার নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষাতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সেই কারণে আদালতে দায়ের হয়েছে মামলা।
নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন সৌরভ কর্মকার। ভূগোল বিষয়ে ওবিসি-বি ক্যাটাগরি-র মেধাতালিকায় তাঁর নাম ছিল ৬৫ নম্বরে। একই বিষয়ে তাঁর পরে ছিলেন অনেক প্রার্থী। অথচ চতুর্থ দফার কাউন্সেলিং পর্বে ডাক পেয়েছেন নিচে থাকারা, সৌরভ কর্মকার ডাকা হয় নি। এমনই অনিয়ম অভিজ্ঞতা নিয়ে প্রায় অভিযোগ জানানো হয় স্কুল সার্ভিস কমিশনে। কমিশন কোনও পাত্তা না নেওয়ায় জল গড়ায় হাইকোর্টে।
মামলায় হাইকোর্টের কাছে আবেদন রেখে সুবিচার চাওয়া হয়। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও মামনি বসাকের মেধা তালিকার অনিয়মের অনুরূপ মামলায় অভিযোগ জেনে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের প্রতিক্রিয়া ছিল 'এমনটা কীভাবে সম্ভব।'
চতুর্থ দফার নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। ডিসেম্বর মাসের মামলায় মারাত্মক অভিযোগ পেয়ে কমিশনকে প্রশ্নে বিঁধতে ছাড়েনি আদালত। এবারও সৌরভ কর্মকারের গোটা বিষয়টি স্কুল সার্ভিস কমিশনকে জানাবার নির্দেশ দেয় আদালত।
সেই কারণে আদালতে দায়ের হয়েছে মামলা।
নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন সৌরভ কর্মকার। ভূগোল বিষয়ে ওবিসি-বি ক্যাটাগরি-র মেধাতালিকায় তাঁর নাম ছিল ৬৫ নম্বরে। একই বিষয়ে তাঁর পরে ছিলেন অনেক প্রার্থী। অথচ চতুর্থ দফার কাউন্সেলিং পর্বে ডাক পেয়েছেন নিচে থাকারা, সৌরভ কর্মকার ডাকা হয় নি। এমনই অনিয়ম অভিজ্ঞতা নিয়ে প্রায় অভিযোগ জানানো হয় স্কুল সার্ভিস কমিশনে। কমিশন কোনও পাত্তা না নেওয়ায় জল গড়ায় হাইকোর্টে।

No comments