Header Ads

দলের ভাঙন আটকে পূর্ণ শক্তিতে নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূলের!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের শক্তি বিভিন্ন এলাকায় ফের বাড়তে শুরু করেছে। জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপির আধিপত্য খর্ব করে হারানো শক্তি ফিরে পাচ্ছে তৃণমূল।
সম্প্রতি বিজেপিতে ভাঙন প্রবণতা আরও বেড়েছে। এর পিছনে জঙ্গলমহলের জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর হাত আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এই জল্পনার মাঝেই ফের বিজেপিতে ভাঙনের চিত্র ধড়া পড়ল।
পুরভোটের প্রাক্কালে জঙ্গলমহলে দলবদলের হিড়িকে পড়েছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন দলত্যাগীরা। আবার বিজেপির আদি নেতারাও যোগ দিচ্ছেন তৃণমূলে। এমনকি বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের মধ্যেও তৃণমূলে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে।
পুরুলিয়া বিজেপি ধস নামিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি। সেই তিনি ফের ফিরে এলেন পুরনো দলেই।
তাঁর কামব্যাকে তৃণমূল যেমন উচ্ছ্বসিত, তেমনই বিজেপিও বেশ মুষড়ে পড়েছে পুরভোটের মুখে।
বিকাশ মাহাতো ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন তিনবারের বিধায়ক বিন্দেশ্বর মাহাতোও। তিনি বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিন্দেশ্বর মাহাতোর যোগ দিয়েছেন ঘাস-ফুলে। এর ফলে তৃণমূলের শক্তি আরও বাড়ল জঙ্গলমহলে। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.