Header Ads

পিঠের ব্রণ থেকে রেহাই পেতে প্রয়োগ করুন ঘরোয়া কিছু পদ্ধতি

নজরবন্দি ব্যুরো : ব্রণ কমবেশি সকলেরই হয়। টিন এজ এ ব্রণ খুবই সাধারন ব্যাপার। কিন্তু ব্রণ যে শুধু মাত্র মুখে হয় তাই নয় এই ব্রণ শরীরের যে কোন জায়গায় হতে পারে। তবে মুখের পর পিঠে বেশি দেখতে পাওয়া যায় ব্রণ। কিন্তু মুখ্য কথা কেন ব্রণ হয় ?এর প্রধান কারন হল জিম করে এসে জামা কাপড় না পাল্টালে বা স্নান না করলে পিঠে ব্রণ হতে পারে।
এছাড়া স্ক্রাবিং না করলেও ব্রণ হয়।

 কিছু ঘরোয়া পদ্ধতি যা থেকে এই ব্রণ থেকে রেহাই পাওয়া সম্ভব জেনে নিনি পদ্ধতি গুলি।
ব্রণ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি :১.হলুদে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল যা ব্রণ দূর করতে সাহায্য করে। কাঁচা হলুদ বেটে ভালো করে পিঠে লাগাতে হবে ,এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ২.টক দইও সাহায্য করতে পারে কারন টক দইতে আছে প্রোবায়োটিক।টক দই ভালো করে ফাটিয়ে পিঠে লাগান শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। ৩.অ্যালোভের জেল পিঠে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে মুখে দিন। ব্রণ থেকে উপকার পাবেন। ৪.গ্রিন টিতে রয়েছে পলিফেলন। কারন গ্রিন টি ব্রণ প্রতিরোধে সাহায্য করে।গ্রিন টি ছেকে তুলোর সাহায্যে ব্রোণ তে দিন খুব তারতারি উপকার পাবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.