সিদ্ধার্থ ও অসীমের সমান ভোট ,দেখুন কন্ট্রোল রুমের ভিডিয়ো
নজরবন্দি ব্যুরো : শনিবার রাতে ছিল বিখ্যাত শো বিগ বসের ফাইনাল। এবং অসিম রিয়াজ কে হারিয়ে বিগ বস ১৩ এর বিজয়ী হলেন সিদ্ধার্থ শুক্লা। তাঁর জয়ী হওয়াতে অনেকে বেশ আনন্দিত আবার অনেকের মতে এটি পুরোটাই ফিক্সড।
এরমধ্যে এল এক বিস্ফোরক ভিডিয়ো। ফেরিহা নামক এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন।ভিডিয়ো পোস্ট করে ফেরিহা লেখেন ,বিগ বসের কন্ট্রোল রুম থেকে আমি এই ভিডিয়ো পোস্ট করছি।দেখুন অসীম এবং সিদ্ধার্থ দু’জনেই সমান ভোট পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিজয়ী করা হল এরপরেও কি আপনাদের মনে হয় না সবটা আগে থ্যেকে ঠিক করা। সালমান খানের যে খুবই পছন্দের মানুষ সিদ্ধার্থ তা সবাই বুঝে গেছিল এই চার মাসে। সেই জন্যি সিদ্ধার্থকে জয়ী করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। এই বিষয় নিয়ে অসিমের ফ্যানেরা প্রশ্ন তুলছেন। যদিও সিডের ফ্যানেরা খুব খুশি। তবে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে দর্শকের পছন্দ দেখার জন্য যে পোল করা হয়েছিল সেখানে এগিয়ে সিদ্ধার্থ।কিন্তু আসল সত্যিটা কি ?ফিক্সড নাকি ভোট গণনা ?কিসের জন্য বিজয়ী হয়েছে সিদ্ধার্থ প্রশ্ন উঠছে।ফেরিহার ভিডিওটি দেখার জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://twitter.com/ferysays/status/1228946742781120512
এরমধ্যে এল এক বিস্ফোরক ভিডিয়ো। ফেরিহা নামক এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন।ভিডিয়ো পোস্ট করে ফেরিহা লেখেন ,বিগ বসের কন্ট্রোল রুম থেকে আমি এই ভিডিয়ো পোস্ট করছি।দেখুন অসীম এবং সিদ্ধার্থ দু’জনেই সমান ভোট পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিজয়ী করা হল এরপরেও কি আপনাদের মনে হয় না সবটা আগে থ্যেকে ঠিক করা। সালমান খানের যে খুবই পছন্দের মানুষ সিদ্ধার্থ তা সবাই বুঝে গেছিল এই চার মাসে। সেই জন্যি সিদ্ধার্থকে জয়ী করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। এই বিষয় নিয়ে অসিমের ফ্যানেরা প্রশ্ন তুলছেন। যদিও সিডের ফ্যানেরা খুব খুশি। তবে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে দর্শকের পছন্দ দেখার জন্য যে পোল করা হয়েছিল সেখানে এগিয়ে সিদ্ধার্থ।কিন্তু আসল সত্যিটা কি ?ফিক্সড নাকি ভোট গণনা ?কিসের জন্য বিজয়ী হয়েছে সিদ্ধার্থ প্রশ্ন উঠছে।ফেরিহার ভিডিওটি দেখার জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://twitter.com/ferysays/status/1228946742781120512

No comments