Header Ads

বকেয়া ডিএ পাবে সরকারি কর্মচারীরা? আজ শুনানি

নজরবন্দি ব্যুরোঃরাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আজ বুধবার দুপুরে স্টেট অ্যাডমিনিস্টেটিভ ট্রাইব্যুনাল(স্যাট)হবে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে বেতন চালু হবার পর এই মামলার আজকের শুনানি খুবি গুরুত্বপূর্ণ। বর্ধিত হারে বেতন চালু হলেও সরকারি কর্মচারীদের অভিযোগ এখনও তাঁরা ডিএ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে হাইকোর্টে ও  স্যাটে আইনি লড়াই চলছে। সম্প্রতি স্যাট তাঁর রায়ে রাজ্যের কর্মীদের ডিএ দেবার নির্দেশ দেয়।
এর পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দেয়।
যদিও স্যাটের ওই নির্দেশ সরকার মানেনি। এমন অভিযোগ করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যাটে আদালত অবমাননার মামলা করেছে।
সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল অপর দিকে স্যাটের আগের নির্দেশ পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.