কাটোয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি
নজরবন্দি ব্যুরোঃ ফোন করে বাড়ি থেকে ডেকে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটোয়ার ৩ নম্বর ওয়ার্ডে। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে নিহত রথীন বিশ্বাস স্থানীয় হাজরাপুর কলোনির বাসিন্দা। নিহতের পরিবারের লোকজনদের অভিযোগ রাজনৈতিক কারনেই তাঁকে খুন করা হয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে রথীন বিশ্বাস প্রমোটার ছিলেন। এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। এদিন রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরেছিলেন। রাতেই একটি ফোন কল পেয়ে পাড়ির বাইরে গিয়েছিলেন। আর সেখানেই রাতের অন্ধকারে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছে রথীন বিশ্বাসের দেহ।
পরে পুলিশ আসে ঘটনাস্থলে। এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে জানিয়েছেন নিহতের বাবা। তাঁর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর ছেলেকে খুন করেছে। আগেও রথীনকে খুনের চেষ্টা হয়। সেই সময় পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। এদিন খুনের ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তবে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে রথীন বিশ্বাস প্রমোটার ছিলেন। এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। এদিন রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরেছিলেন। রাতেই একটি ফোন কল পেয়ে পাড়ির বাইরে গিয়েছিলেন। আর সেখানেই রাতের অন্ধকারে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছে রথীন বিশ্বাসের দেহ।

No comments