Header Ads

টালা ব্রিজ বন্ধের জন্য এবার অতিরিক্ত মেট্রো চালু করছে কলকাতা মেট্রো। কবে থেকে জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ টালা ব্রিজ পুরোপুরি বন্ধ তাই ওই রুটের মানুষের যাতায়াতের জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষ অতিরিক্ত মেট্রো চালানর ব্যবস্থা করল নোয়াপাড়া পর্যন্ত। সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, তারজন্য সমস্তরকম ব্যবস্থা করবে প্রশাসন। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আরও ৫ জোড়া মেট্রো চালানো হবে। টালা দিয়ে জে সমস্ত বাস রুট ছিল তাদের অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
 কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা বাস, মিনিবাস জেএম অ্যাভিনিউ-গিরিশ অ্যাভিনিউ-কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোডে যাবে। বিধান সরণি হয়ে যে সব গাড়ি যাবে, সেগুলি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বসু অ্যাভিনিউ থেকে ভি ভি অ্যাভিনিউ দিয়ে লকগেট দিয়ে বিটি রোডে উঠবে। সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাটগামী বাস-মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া সেতু দিয়ে যাবে। এই ব্যবস্থা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.