Header Ads

কেরলের পরিস্থিতি ফিরুক চায় না রাজ্য, মুখ্যমন্ত্রীর পর রাজ্যপালের দরবারে এবার মুখ্যসচিব

নজরবন্দি ব্যুরোঃবাজেট পেশের আগে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় পর এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। গতকাল, মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে টানা দু-ঘণ্টা বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ও রাজ্যপালের সচিব। সূত্রের খবর, বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালেন ভাষণ নিয়ে বৈঠকে কথা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের কথা এখন প্রায় সবার জানা। রাজ্যের একাধিক বিষয় বিশেষকরে আইন শৃঙ্খলা নিয়ে বহু বার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জদীপ ধনখড়। সম্প্রতি যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ এবং সমাবর্তনে ঢুকতে না দেওয়া নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে রাজ্যপালের। আর এইরকম পরিস্থিতিতে এসে গিয়েছে রাজ্য বাজেট।
নিয়ম মেনে প্রতিবছর অধিবেশনের আগে ভাষণ দিয়ে থাকেন রাজ্যের রাজ্যপাল। যদিও সেই ভাষণ লিখে দেয় রাজ্য সরকার। কিছু দিন আগে এই ভাষণ নিয়ে বিতর্ক বাড়ে কেরল বিধানসভাতে। সেখানে ভাষণ পাঠ করলেও রাজ্যপাল আরিফ মহম্মদ খান বলেন তিনি ওই ভাষণের সঙ্গে একমত হতে পারছেন না। এতেই বিতর্ক বাড়ে কেরলে।
ধনখড় রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে বারেবারে অসন্তোষ প্রকাশ করেছেন, তাতে আশঙ্কার মেঘ দেখছে রাজ্য সরকার। সেকথা মাথায় রেখে কখনও মুখ্যমন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়, কখনও অমিত মিত্র  রাজ্যপালের সঙ্গে দেখা করে ক্ষোভ দূর করার চেষ্টা করছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.