Header Ads

বিজেপির হাত শক্ত করছে বাম-কংগ্রেস! বিষ্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো ঃ কংগ্রেস-সিপিএম কে বিশ্বাস করবেন না। ওরা রাতে বিজেপি হয়ে যায়। এই তিনদল আসলে ভাই ভাই। আমার ওপরে ভরসা রাখুন। জনসভার মঞ্চ থেকে এই ভাবেই বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতেই সিপিএম-কংগ্রেস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।

লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তৃণমূলের ভরা ডুবি হয়। মতুয়াদের ভোট হাত ছাড়া হওয়ায় পরাজয়ের মুখ দেখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পরে এই প্রথমবার বনগাঁ তে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। গতকাল বনগাঁতে জনসভা করেছেন মমতা। সামনেই পুরভোট। এর সেই দিকে নজর রেখেই মমতার এই সভা। এর আগে বিজেপি নেতৃত্বরা বনগাঁয় গেছেন । এবং মতুয়াদের প্রস্তাবও দিয়েছেন দেশেরব নাগরিকত্ব দেওয়ার। এবার মুখ্যমন্ত্রী পুরভোট ও বিধানসভার উদ্দেশ্যে বনগাঁ-রানাঘাট থেকে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিলেন।
জনগণদের বলেছেন তাঁর ওপরে ভরসা রাখতে। বিরোধী দল গুলিকে এক ইঞ্চি জায়গাও ছাড়বেন তা তাঁর মন্তব্য থেকে পরিষ্কার করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপিকে একমাত্র তৃণমূল-ই রুখতে পারে। তাই ভরসা রাখতে হবে তৃণমূলের উপরেই। সিএএ-এনআরসি নিয়ে একই মঞ্চে বিরোধিতা করতে দেখা যাচ্ছে বাম-কংগ্রেসকে। দিদির মতে তাঁরা দিনে অন্য দল হলেও রাতে বিজেপি। তাই তাঁদের উপরে ভরসা করা বিপদ জনক। এই দু’দল জনগণকে দূর্বল করছে। তাই রাজ্যের মানুষের এক মাত্র ভরসা তৃনমূল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.