Header Ads

সংসদে রাম মন্দির ট্রাষ্টের ঘোষণা নরেন্দ্র মোদীর

নজরবন্দি ব্যুরোঃ গত বছর নভেম্বরের ৯ তারিখে দেশের শীর্ষ আদালতে পাঁচ সদস্যের বিচারপতিদের একটি বেঞ্চ অযোধ্যা রামমন্দির নিয়ে ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ে স্পষ্ট করে বলা হয়েছিল ২.৭৭ একর বিতর্কিত জমিতেই তৈরি হবে রামমন্দির। অন্য ৫ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির জন্য রায়ের ৩ মাসের মধ্যে একটি ট্রাষ্ট তৈরির নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে।
আর সেই ট্রাষ্টই অযোধ্যায় রামমন্দির তৈরির দায়িত্ব নেবে। কিন্তু ট্রাষ্ট তৈরি হবে কেন্দ্রের অধীনে। এবার সংসদে দাঁড়িয়ে মন্দির তৈরির জন্য ট্রাষ্ট গঠন করা হচ্ছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের ওই ট্রাষ্ট মন্দির নিয়ে স্বাধীন ভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনেই বিধানসভা নির্বাচন। আর অন্যদিকে রামমন্দির তৈরির ট্রাষ্ট গড়ার তিন মাস সময়ও শেষ হতে চলেছে।
তাই বিধানসভার আগে ট্রাষ্ট গড়ার ঘোষণায় বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন থেকে রাজনৈতিক প্রচারের ময়দানে ট্রাষ্ট গড়া নিয়েও বিজেপি ঝাঁপিয়ে পড়বে বলে সূত্রের খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.