এবার মহারাজের রেকর্ড ভাঙলেন বিরাট
নজরবন্দি ব্যুরোঃ একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ করেছিলেন ৫১০৪ রান। এ দিনের ৫১ রানের ইনিংসের পর কোহালি করলেন ৫১২৩ রানে। এই রানে পৌঁছতে কোহালি নিয়েছেন ৮৭ ম্যাচ। গড় ৭৬.৪৬।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২১ সেঞ্চুরি ও ২৩ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। বুধবার হ্যামিল্টনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে এই রেকর্ড করেন তিনি।
No comments