ফের শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বউমাকে বাঁচাতে গিয়ে শশুরের মৃত্যু
নজরবন্দি ব্যুরোঃ রাতের শহরে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আবারো নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে শহর কলকাতা। মঙ্গলবার রাতে ট্যাংরায় ঘটে এই ঘটনা। গোবিন্দ খটিক রোডের এক মহিলাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ ওঠে।
ঘটনাটি হল, মঙ্গলবার রাতে বিয়ের বাড়ি থেকে পরিবারের সাথে ঘরে ফিরছিলেন ওই মহিলা। দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। বধূর চিৎকার শুনে তাঁর শশুর এবং এক আত্মীয় ঘটনাস্থলে চলে আসে। তারা চলে আসাতেই অ্যাম্বুলেন্সটি পালানোর চেষ্টা করে এবং পালানোর চেষ্টাতেই তার শশুরকে গাড়িটি ধাক্কা মেরে পিষে দেয়। পালানোর চেষ্টাতেই প্রবীণকে অনেকটা দূরত্বে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, প্রবীণকে এতটাই টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় যে তার গায়ে একটি বস্ত্র ও অবশিষ্ট ছিল না। তাকে ওই অবস্থাতেই এনআরএসে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুষ্কৃতীদের এখনো খোঁজ মেলেনি। খোঁজ মেলেনি এখনো এম্বুলেন্সের। পুলিশ তদন্তে নেমেছে এবং জায়গাটি সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত চলছে।
ঘটনাটি হল, মঙ্গলবার রাতে বিয়ের বাড়ি থেকে পরিবারের সাথে ঘরে ফিরছিলেন ওই মহিলা। দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। বধূর চিৎকার শুনে তাঁর শশুর এবং এক আত্মীয় ঘটনাস্থলে চলে আসে। তারা চলে আসাতেই অ্যাম্বুলেন্সটি পালানোর চেষ্টা করে এবং পালানোর চেষ্টাতেই তার শশুরকে গাড়িটি ধাক্কা মেরে পিষে দেয়। পালানোর চেষ্টাতেই প্রবীণকে অনেকটা দূরত্বে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

No comments