Header Ads

রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে হাজির বিজেপির ১৪ বিধায়ক!

নজরবন্দি ব্যুরো: আগেই বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপি সাংসদরা। এবার রাজ্যপালের কাছে ১৪ জন বিধায়ককে পাঠাচ্ছে রাজ্য বিজেপি।
লক্ষ রাজ্যের আই শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা।

রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১০ ফেব্রুয়ারি, সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন বিজেপির ১৪ বিধায়ক। কথা হবে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে।
উল্লেখ্য, সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী নির্দেশে রাজ্যের ১৮ বিজেপি সাংসদ দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের ওপরে হামলা-সহ বেশকিছু বিষয় জানান রাষ্ট্রপতির কাছে। পাশাপাশি একটি স্মারকলিপিও তাঁরা রাষ্ট্রপতির হাতে তুলে দেন তাঁরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.