Header Ads

সিএএ নিয়ে বড় ধাক্কা বিজেপির, দল ছাড়লেন হেভিওয়েট নেতা।

নজরবন্দি ব্যুরোঃ সিএএ নিয়ে গোটা দেশই উত্তাল পরিস্থিতির সম্মুখীন। জায়গায় জায়গায় চলছে গণ-আন্দোলন। এর মাঝেই বিজেপির অস্বস্তি বাড়ালেন এক নেতা। সিএএ আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে এবার দল ছাড়লেন বিজেপির হেভিওয়েট নেতা উসমান প্যাটেল।রীতিমত দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি জানান আগেই দল ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর।
কিন্তু আইনটি নিয়ে বিশদে পড়াশুনা করেছেন তিনি। তাঁর অভিযোগ এই আইন মুসলিমদের বিরুদ্ধে তৈরি। তাই তাঁর পক্ষে আর দলে থাকা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য আগেই সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছিলেন ৮০ জন সংখ্যালঘু নেতা। যা নিয়ে অস্বস্তিতে পড়েছিল দল। কিন্তু সেই ক্ষত সেরে উঠতে না উঠতেই উসমান প্যাটেল দল ছাড়ায় কিছুটা হলেও ব্যাকফুটে গেরুয়া শিবির।
সিএএ-এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামছে বিরোধীরা। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। দেশের বুদ্ধিজীবীরাও এই আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনে সামিল হয়েছেন। তবুও সারা দেশ জুড়ে সিএএ লাগু করতে অনড় কেন্দ্রের বিজেপি সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.