খুশির খবর, দাম কমলো পেট্রোল ডিজেলের
নজরবন্দি ব্যুরোঃ দাম কমলো পেট্রোল–ডিজেলের। আজ কলকাতায় পেট্রোলের দাম ৮০ থেকে নেমেছে ৭৫ টাকা ১৩ পয়সা প্রতি লিটা্রে। গত এক সপ্তাহে পেট্রোলের দাম কমেছে ০.৭২ পয়সা। এই দাম আরও কমার সম্ভাবনা আছে।
অন্য দিকে আজ কলকাতায় গতকালের তুলনায় দাম কমেছে ডিজেলের। লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৬৭.৭৯ টাকা। দাম কমেছে ১.০১ টাকা। বিশ্ব জুড়ে দাম কমেছে অপরিশোধিত তেলের। ফলে গোটা ভারতবর্ষ জুড়েই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। আজ শুধু কলকাতায় নয়, দিল্লি ও মুম্বাইতেও পেট্রোল – ডিজেলের দাম কম ছিল।
অন্য দিকে আজ কলকাতায় গতকালের তুলনায় দাম কমেছে ডিজেলের। লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৬৭.৭৯ টাকা। দাম কমেছে ১.০১ টাকা। বিশ্ব জুড়ে দাম কমেছে অপরিশোধিত তেলের। ফলে গোটা ভারতবর্ষ জুড়েই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। আজ শুধু কলকাতায় নয়, দিল্লি ও মুম্বাইতেও পেট্রোল – ডিজেলের দাম কম ছিল।

No comments