ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন আচমকা বিস্ফোরণ! মৃত ১২
নজরবন্দি ব্যুরোঃ বিস্ফোরণে মারা গেলেন ১২ জনেরও বেশি মানুষ। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরণ তারণ জেলায়। পাঞ্জাবের এই জেলায় ধর্মীয় শোভাযাত্রা চলছিল। আর সেই শোভাযাত্রাতেই ঘটে বিস্ফোরণ। পুলিশ সূত্রে জানা গেছে পঞ্জাবের তরণ তারণ জেলার পেহু গ্রামে বেরিয়েছিল নগর কীর্তনের শোভাযাত্রা।
সেই শোভাযাত্রা চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারন হিসেবে জানা গেছে একটি ট্রাক্টরে রাখা বাজি হটাৎ করে ফেটে যায়। পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল এসপিএস পারমের জানিয়েছেন, সমস্ত বাজি একসাথে ফাটার ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। ১২ জন বিস্ফোরণের প্রভাবে মারা যান এবং আহত জন অন্তত ২০ জন।
সেই শোভাযাত্রা চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারন হিসেবে জানা গেছে একটি ট্রাক্টরে রাখা বাজি হটাৎ করে ফেটে যায়। পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল এসপিএস পারমের জানিয়েছেন, সমস্ত বাজি একসাথে ফাটার ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। ১২ জন বিস্ফোরণের প্রভাবে মারা যান এবং আহত জন অন্তত ২০ জন।

No comments