উত্তর ২৪ পরগনা থেকে আটক ভুয়ো ভোটার কার্ড ব্যবসায়ী।
নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনি আইন নিয়ে উত্তপ্ত গোটা দেশ। অন্য দিকে পুরভোট নিয়ে ব্যস্ততা রাজনৈতীক মহলে। ঠিক সেই সময়ে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ভুয়ো ভোটার কার্ড চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুরভোটের ঠিক আগেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।
গ্রেফতার শুভ বিশ্বাস নামে এক যুবক। সূত্রের খবর, স্থানিয় বাসিন্দারা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সোমবার পুলিশ হানা দেয় মছলন্দপুরের নেতাজি পল্লিতে ওই যুবকের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় ভুয়ো ভোটার কার্ড সাথে পরিচয়পত্র তৈরীর মেশিন।
তৃণমূল নেতা অজিত সাহার জানান অভিযুক্ত শুভ বিশ্বাস বিজেপি কর্মী। হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি-এর ও এই একই দাবী। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেত্রী রীতা হালদার জানিয়েছেন, অভিযুক্ত দলের কেউ না। এর আগেও এই একই অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিলেন শুভ বিশ্বাস নামে এই যুবকে। পুলিশের দাবী, পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে সে জায়গা বদল করে জাল ভোটার কার্ড-এর ব্যবসা আবার শুরু করে। ধৃতকে জিঞ্জাসাবাদ করছে পুলিশ। জানার চেষ্টা করা হচ্ছে কে বা কারা ধৃতের সাথে এই চক্রে যুক্ত আছে। এবং ধৃতের কোন বড় চক্রের সাথে যোগাযোগ আছে কিনা।
গ্রেফতার শুভ বিশ্বাস নামে এক যুবক। সূত্রের খবর, স্থানিয় বাসিন্দারা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সোমবার পুলিশ হানা দেয় মছলন্দপুরের নেতাজি পল্লিতে ওই যুবকের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় ভুয়ো ভোটার কার্ড সাথে পরিচয়পত্র তৈরীর মেশিন।

No comments