অবশেষে ছোট্ট কিয়ার ছবি প্রকাশ্যে আনলেন মা কনীনিকা।
নজরবন্দি ব্যুরো :টলিপাড়ার খ্যাতনামা অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দায় সমান ভাবে তিনি অভিনয় তিনি। ২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা। বিয়ের অনেক ছবি প্রকাশ্যে আনেন কনীনিকা।
গত বছর খার্জিদার বউ’-এর শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কনীনিকা। সেই অবস্থাতেই শুটিং শেষ করেন কনী। জুন মাসে কনীনিকা জন্ম দেন অন্তঃকর্ণা ওরফে কিয়ার। কিন্তু কিয়ার জন্মের খবর সোশ্যাল মিডিয়াতে দিলেও তাঁর ছবি কিন্তু দেননি তাঁর মা কনী। সম্প্রতি কিছুদিন আগেই ছিল কিয়ার অন্নপ্রাশনের অনুষ্ঠান।
অবশেষে সেই বিশেষ দিনেই কনীনিকা ছোট্টো কিয়ার সাথে ছবি পোস্ট করেন। গোলগাল কিয়া সেজেছিল লাল লেহেঙ্গায়। মাথায় পড়েছিল সোনার টায়েরা ও টিকলি। দারুন মিষ্টি দেখতে লাগছিল ছোট্টো কিয়াকে। এক্কেবারে মা কনীনিকার মতোই দেখতে ছোট্ট কিয়া কে। ভক্তেরাও অনেক শুভেচ্ছা দিয়েছে ছোট্ট কিয়া কে।
গত বছর খার্জিদার বউ’-এর শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কনীনিকা। সেই অবস্থাতেই শুটিং শেষ করেন কনী। জুন মাসে কনীনিকা জন্ম দেন অন্তঃকর্ণা ওরফে কিয়ার। কিন্তু কিয়ার জন্মের খবর সোশ্যাল মিডিয়াতে দিলেও তাঁর ছবি কিন্তু দেননি তাঁর মা কনী। সম্প্রতি কিছুদিন আগেই ছিল কিয়ার অন্নপ্রাশনের অনুষ্ঠান।

No comments