Header Ads

আর কতদিন খেলবেন ? নিজের অবসর নিয়ে মুখ খুললেন বিরাট!

নজরবন্দি ব্যুরোঃ তিন ফরম্যাটে ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে সমানে দায়িত্ব চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। সেকথা স্বীকার করে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত্‍ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কোহলি বলছেন, আগামী ৩ বছর তিনি এখন যেভাবে খেলা চালাচ্ছেন সেভাবেই চালিয়ে যাবেন। তিন ফরম্যাটেই অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে খেলবেন। প্রয়োজনে মাঝে মাঝে বিরতিও নেবেন। কিন্তু, তিন বছর পর তাঁকে নিজের ভবিষ্যত্‍ নিয়ে ভাবতে হবে। আর এতেই আশঙ্কিত হন দেশের ক্রিকেট প্রেমীরা। আইকন বিরাট কোহলির ক্যারিশমা কি তবে পড়তির পথে, এমন প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করে।
ক্রিকেট দল হিসেবে ভারত আগের থেকে অনেক বেশি সম্পূর্ণ বলে দাবি করেছেন অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দলের নেতা হওয়ার খাতিরে আরও ভালো পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যে তাঁর ওপর যে চাপ বাড়ছে, তা স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।৩১ এর বিরাটের শরীর যে আর আগের মতো সাড়া দিচ্ছে না, তাও হাড়েহাড়ে টের পাচ্ছেন নিজেই। তাই আগামি ৩ বছর চুটিয়ে খেলার পর ৩৪ বা ৩৫ বছর বয়সে তাঁর ভাবনা অন্যরকম হবে বলেও জানিয়েছেন বিরাট কোহলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.