Header Ads

ট্রাম্প কি ভগবান? বিস্ফোরক কংগ্রেস নেতা অধীর চৌধুরী

নজরবন্দি ব্যুরো: দু-দিনের ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এই সফর ঘিরে আয়োজনে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্রকে সরাসরি কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর প্রশ্ন, 'ট্রাম্প কি ভগবান'?

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে এই ডাকাবুকো কংগ্রেস নেতা জানিয়েছেন, 'ট্রাম্প কি ভগবান নাকি যে ৭০ লাখ মানুষকে জমায়েত হয়ে তাঁকে অভ্যর্থনা জানাতে হবে। ট্রাম্প নিজের স্বার্থের জন্য ভারতে আসছেন। অপরদিকে তিনি ভারতের সঙ্গে তিনি কোনও বাণিজ্যিক চুক্তি করছেন না। আমেরিকার লাভ দেখতেই ট্রাম্প ভারতে এসেছেন।'
চলতি মাসের ২৪-২৫ তারিখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দু-দিনের ভারত সফরে আসছেন।
প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথমবার ভারতে আসছেন ট্রাম্প। সফরের প্রথমদিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তাঁর রাজ্য অর্থাত্‍ গুজরাতে একটি রোড শোতে যোগ দেবেন। এর পরে তিনি আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প' নামের অনুষ্ঠানে ভারতীয় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন। তবে তাঁর এই বক্তব্য রাখা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.