Header Ads

মাসুদ নিয়ে পাকিস্তানের তথ্য ভুল, বিস্ফোরক দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থার

নজরবন্দি ব্যুরোঃ আগেই পাকিস্তান দাবি করেছিল জইশ-ই-মহম্মদ জঙ্গী সংগঠনের প্রধান মাসুদ আজহার পাকিস্তান থেকে নিখোঁজ। কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল ভারতীয় গোয়েন্দাদের হাতে। মাসুদ আজহার পাকিস্তানেই আছে। মাসুদ কিংবা তার পরিবার কেউই নিখোঁজ নয়। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি পাকিস্তানি সেনা ও গুপ্তচর সংস্থা মাসুদ আজহারকে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রেখেছে। ২০০২ সালে সংসদে হামলায় নাম জড়িয়েছিল মাসুদ আজহারের। পরে জানা যায় ওই হামলার মূল চক্রী ছিল সে। তারপর থেকেই সে পাকিস্তানেই রয়েছে। এরপর গত বছর ভারতের পুলওয়ামায় হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন। পুলওয়ামা হামলার মূল চক্রি ছিল মাসুদ। পাকিস্তান যে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদকে আড়াল করার চেষ্টা করছে তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার সরব হয়েছে ভারত।
তবে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের উপর চাপ বাড়তে শুরু করে। কিন্তু এর মাঝে ফিনান্সিয়াল একশন টাস্কফোর্সের অধিবেশনে ইসলামাবাদ দাবি করেছিল মাসুদ আজহার বেপাত্তা। পাকিস্তানের সেই দাবিকে ভুয়া প্রমাণ করে দিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে করাচির কাছে গোপনে মাসুদ আজহারকে রাখা হয়েছে। তার পরিবর্তে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের বর্তমান দায়ভার নিয়েছে তার ভাই। তবে পাকিস্তান যে মাসুদের যে খবর শুনিয়েছে তা পুরোপুরি ভুয়ো প্রমাণ করে দিতে চলেছে ভারত। ভারতের দাবি মাসুদ আজহার সহ একাধিক জঙ্গিকে আশ্রয় দিয়ে নিরাপদে লুকিয়ে রেখেছে পাকিস্তান।
পুরনো সেই কথাই যদি ফের পাকিস্তান প্লেনারি অধিবেশনে বলে আন্তর্জাতিক মঞ্চে ভারত তার প্রতিবাদ করে আসল সত্য রিপোর্ট সবার সামনে নিয়ে আসবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে মাসুদ আজহারের বর্তমান সঠিক অবস্থান পেশ করতে পারে আন্তর্জাতিক মঞ্চে। ভারতের গোয়েন্দা সংস্থার দাবি পাকগুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই মাসুদ আজহার ভারতে শ'খানেক জঙ্গি ঢুকিয়েছে। এহেন অবস্থায় পাকিস্তান যতই মাসুদকে আড়াল করার চেষ্টা করুক আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মাঠে হাঁড়ি ভাঙতে আদাজল খেয়ে নেমেছে ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.