Header Ads

পুরনির্বাচনের মুখে রোজভ্যালি কাণ্ডে এবার মনোজ কুমারকে তলব করল তদন্তকারী সংস্থা!

নজরবন্দি ব্যুরো: পুরনির্বাচনের মুখে ফের সিবিআই-এর তৎপরতা শুরু। রোজভ্যালি কাণ্ডে আবারও নড়েচড়ে বসেছে সিবিআই। মঙ্গলবারই এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর তার ঠিক পরেরদিনই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারকে। বুধবার সকালে মনোজ কুমারকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয় সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

প্রসঙ্গত, মনোজ কুমার ছিলেন রোজভ্যালি কাণ্ডে প্রথম তদন্তকারী আধিকারিক। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের সময়ে তাঁর ফোনের কল লিস্ট দেখেননি এবং ফোন বাজেয়াপ্তও করেননি। এমনটাই অভিযোগ ছিল এই অফিসারের বিরুদ্ধে।
এছাড়াও তিনি শুভ্রা কুণ্ডুর সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। তিনি শুভ্রা কুণ্ডুর সঙ্গে দিল্লির একটি হোটেলেও গিয়েছিলেন এবং সেই হোটেলের সিসিটিভি ফুটেজে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। ওই ভিডিওর ওপর ভিত্তি করেই তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.