Header Ads

মাধুরী দীক্ষিতের ঠোঁটে কামড়ে দিলেন বিনোদ খান্না

নজরবন্দি ব্যুরো :ছবির চিত্রনাট্যে চাহিদার জন্য অনেক সময়েই অন্তরঙ্গ দৃশ্য করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু এইরূপ অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করার সময়ে অনেকেই অভিনয় ভুলে গিয়ে ছন্দপতন হয়ে থাকে। জেন্ট মানুষ বলুক না কেন এটা অভিনয়।
কিন্তু আবেগ যে সব সময়ে বাধা থাকে না। 'দয়াবান' ছবিতে এমনি এক ঘটনার সম্মুখীন হতে হয় মাধুরী দীক্ষিত কে। ছবিটির একটি জনপ্রিয় গান আজ ফির তুমপে পয়্যার আয়া হ্যায়' এর শুটিং করতে গিয়ে বিনোদ খান্না চুমু খাবে মাধুরীর ঠোঁটে কিন্তু আচমকাই বিনোদ খান্না চুমু খেতে গিয়ে মাধুরীর ঠোঁটে কামড়ে দেন। এইরকম অভিজ্ঞতার আরো একবার সম্মুখীন হতে হয়েছে মাধুরীর। 'প্রেম প্রতিজ্ঞা' ছবিতে একটি ধর্ষণ দৃশ্য করার সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি রঞ্জিৎ।সেই সময়ে খুবই ভয়ে পেয়ে গেছিলেন মাধুরী। রঞ্জিৎ কে বলেছিলেন তাঁকে কোন দিনও না ছুতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.