কর্মচারীদের দাবি মানল সরকার , পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত
নজরবন্দি ব্যুরো: বহু বছর পরে কর্মী প্রভিডেন্ট ফান্ডের পেনশন বিক্রির নিয়ম চালু করল কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন পিএফের প্রায় ৭লক্ষ সদস্য। এই সুবিধা ফেরানোর প্রস্তাবে কর্মী পিএফ কর্তৃপক্ষের অছি পরিষদ সিলমোহর দিয়েছিল গত অগস্টে। সম্প্রতি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পেনশন বিক্রি করলে অবসরের পরে পিএফ সদস্যের হাতে পেনশনের পরিমাণ সমানুপাতিক হারে কিছুটা কমে। তবে নতুন ব্যবস্থায় ১৫ বছর পরে ফের পুরো পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে। এই বন্দোবস্ত সরকারি পেনশনের ক্ষেত্রে চালু থাকলেও, পিএফের ক্ষেত্রে তা ছিল না। যাঁরা আগেই পেনশন বিক্রি করেছেন, তাঁদেরও এই বিধি অনুযায়ী আবার পুরো পেনশন পাওয়ার সুযোগ খুলেছে।
কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএফ সদস্য এখন থেকে পেনশনের ৩০ শতাংশ পর্যন্ত বেচতে পারবেন। পরিবর্তে পাবেন এককালীন টাকা, যতটা বিক্রি করবেন তার ১০০ গুণ। যদি কারও পেনশন ঠিক হয় মাসে ১০০০ টাকা। বিক্রি করলেন তার ৩০ শতাংশ অর্থাৎ ৩০০ টাকা। সে ক্ষেত্রে হাতে পাবেন ৩০০x১০০=৩০,০০০ টাকা। তখন তাঁর পেনশন কমে দাঁড়াবে ৭০০ টাকা। ১৫ বছর মাসে ৭০০ টাকা করে পাওয়ার পরে ফের তিনি ১০০০ টাকা পেতে শুরু করবেন।
পেনশন বিক্রি করলে অবসরের পরে পিএফ সদস্যের হাতে পেনশনের পরিমাণ সমানুপাতিক হারে কিছুটা কমে। তবে নতুন ব্যবস্থায় ১৫ বছর পরে ফের পুরো পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে। এই বন্দোবস্ত সরকারি পেনশনের ক্ষেত্রে চালু থাকলেও, পিএফের ক্ষেত্রে তা ছিল না। যাঁরা আগেই পেনশন বিক্রি করেছেন, তাঁদেরও এই বিধি অনুযায়ী আবার পুরো পেনশন পাওয়ার সুযোগ খুলেছে।

No comments