দিল্লির পরিস্থিতি খুব উদ্বেগ জনক। সামাল দিতে ময়দানে অজিত দোভাল।
নজরবন্দি ব্যুরোঃ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। দিল্লিতে তাই ফের সেনা নামানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে দিল্লির পরিস্থিতি খুব উদ্বেগ জনক। আজ বুধবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০ ছুঁয়েছে। এই পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন “রাতভর অনেকে মানুষের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম চেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো যায়নি। এ বার সেনা নামানো উচিত। উচিত ক্ষতিগ্রস্ত সব জায়গায় অবিলম্বে কার্ফু জারি করা।
এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি আমি”। অপর দিকে মঙ্গলবার রাতে দিল্লির সিলামপুরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সিএএ ইস্যুতে উত্তর-পূর্ব দিল্লির যে এলাকাগুলিতে গন্ডগোল হয়েছে সেই এলাকাগুলিতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখতে চান দোভাল। এলাকা পরিদর্শনের পরই সংঘর্ষ-বিক্ষোভ নিয়ে রিপোর্ট তৈরি করবেন তিনি। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করবেন দোভাল।
এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি আমি”। অপর দিকে মঙ্গলবার রাতে দিল্লির সিলামপুরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সিএএ ইস্যুতে উত্তর-পূর্ব দিল্লির যে এলাকাগুলিতে গন্ডগোল হয়েছে সেই এলাকাগুলিতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখতে চান দোভাল। এলাকা পরিদর্শনের পরই সংঘর্ষ-বিক্ষোভ নিয়ে রিপোর্ট তৈরি করবেন তিনি। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করবেন দোভাল।

No comments