দাদার বায়োপিকে দাদার পছন্দ হৃতিক আর করণের পছন্দ রণবীর ,কাকে দেখা যাবে দাদার চরিত্রে ?
নজরবন্দি ব্যুরো :ইতিমধ্যে জানা গেছে বাংলার অভিনয়ক ও বিসিআই এর চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি বায়োপিক তৈরী হচ্ছে বড়পর্দায়। আর এই ছবির পরিচালনা করছেন বলিউডের খ্যাতনামা পরিচালক করণ জোহার। ইতিমধ্যে করণ ও সৌরভের কথাবার্তা হয়েছে গেছে বিসিসিআই এর অফিসে। তা নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন।
গোপন তথ্যে খবর দাদার ইচ্ছা তাঁর যেন অভিনয় করে হৃতিক রোশন। অন্যদিকে পরিচালক অর্থাৎ করণ জোহরের ইচ্ছা দাদা ও ডোনার চরিত্রে অভিনয় করুক রণবীর কাপুর ও আলিয়া ভাট। আবার অন্যদিকে জি বাংলা ও সৌরভের জীবনী নিয়ে একটি সিরিয়াল করার প্রস্তাব দিয়েছে দাদাকে। কিন্তু বাস্তবে দাদা জি আর করণ কাউকেই সিদ্ধান্ত জানান নি। এখন দেখার বিষয় করণের পরিচালনায় দাদার বায়োপিকে কাকে দেখা যাবে হৃতিক না রণবীর কে ?
গোপন তথ্যে খবর দাদার ইচ্ছা তাঁর যেন অভিনয় করে হৃতিক রোশন। অন্যদিকে পরিচালক অর্থাৎ করণ জোহরের ইচ্ছা দাদা ও ডোনার চরিত্রে অভিনয় করুক রণবীর কাপুর ও আলিয়া ভাট। আবার অন্যদিকে জি বাংলা ও সৌরভের জীবনী নিয়ে একটি সিরিয়াল করার প্রস্তাব দিয়েছে দাদাকে। কিন্তু বাস্তবে দাদা জি আর করণ কাউকেই সিদ্ধান্ত জানান নি। এখন দেখার বিষয় করণের পরিচালনায় দাদার বায়োপিকে কাকে দেখা যাবে হৃতিক না রণবীর কে ?

No comments